বৈরী আবহাওয়ায় সিলেটে সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা

সিলেটের সবজি বাজারের ছবি
সিলেটের সবজি বাজারের ছবি | ছবি: এখন টিভি
0

বৈরী আবহাওয়ার কারণে সিলেটে অব্যাহতভাবে বাড়ছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আজ (রোববার, ১০ আগস্ট)  সিলেটের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, করলা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, যা খুচরা বাজারে ৮০ থেকে ৯০ টাকা।

এদিকে পেঁপে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে যা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৪০ টাকা দরে।

এছাড়াও কাকরোলের দর পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। একইভাবে দাম বেড়েছে বেগুন, মুলা, শষা, কাচামরিচসহ সব ধরনের সবজির।

আরও পড়ুন:

সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক। লাল শাক, পুই শাক, পালং শাকের প্রতি আটা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা ছিল।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে সবজির উৎপাদন কম হওয়ায় চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ হচ্ছে না, তাই বাড়তি দামে বিক্রি করা হচ্ছে সবজি।

এদিকে ক্রেতারা বলছেন, দ্রুত দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন তারা। বাজারে সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ করেন ক্রেতারা।

এসএইচ