মোটা ও চিকন সব ধরনের চাল বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা বেশিতে। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা এবং চিকন চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।
এদিকে শতকের ঘরে পৌঁছার পথে পেঁয়াজের দাম। আজকের কুমিল্লার বাজারে ১৫ থেকে ২৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা দরে।
আরও পড়ুন:
অন্যদিকে আদার দর দু’শোর ঘরে পৌঁছেছে। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে প্রতি কেজি দেশি আদা ২০০ এবং আমদানিকৃত আদা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পিছিয়ে নেই রসুনের বাজারও, কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে দেশি রসুন ১১০ এবং আমদানিকৃত রসুনের দাম ১৬০ টাকা কেজি। দাম বেড়েছে মসুর ডালেরও। ১০ টাকা বেড়ে সপ্তাহের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার অনুপাতে সরবরাহ কমে সংকট তৈরি হয়েছে। আর ভোক্তারা বলছেন, প্রশাসনের বাজার মনিটরিংয়ের অভাবে নিত্যপণ্যের সংকট দেখিয়ে বাজার অস্থির করে তুলছেন অসাধু ব্যবসায়ীরা।