গাজীপুরে নিহত আবুল কাশেমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

0

গাজীপুরে নিহত আবুল কাশেমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীরা।

জানাজায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীরা দ্রুততম সময়ে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে।’

গেল ৭ ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত সাতজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেই হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য আবুল কাশেম বুধবার দুপুরে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান।

সেজু