'চিকিৎসক অনুমতি দিলে শিগগিরই দেশে ফিরবেন খালেদা জিয়া'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

চিকিৎসকরা অনুমতি দিলে শিগগিরই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল (সোমবার, ৩ মার্চ) রাতে লন্ডনে 'জিয়া পরিষদ, ইউকে' আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা এখন স্থিতিশীল। তবে চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাকে। পরিবারের সাথে থাকায় তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে।'

যা শারীরিক সুস্থতায় সহায়ক হিসেবে কাজ করছে বলেও জানান ডা. জাহিদ হোসেন।

এসএস