প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে ভিজে পাওনা আদায়ের জন্য স্লোগান দেন তারা। শ্রমিকরা জানান, তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দেন মালিক পক্ষ।
রোজার আগ থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোন সমাধান মেলেনি।
পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন পোশাক শ্রমিকরা। এদিকে, বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শ্রমিক প্রতিনিধি দলের বৈঠকে আবারও পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।