বকেয়া বেতন ও পাওনার দাবিতে কাকরাইলে শ্রমিকদের অবরোধ

কাকরাইল অবরোধ শ্রমিকদের
কাকরাইল অবরোধ শ্রমিকদের | ছবি: সংগৃহীত
0

বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকেরা। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুর আড়াইটা থেকে 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করলে কাকরাইল মোড়ে পুলিশি বাধায় বসে পড়েন আন্দোলনকারী শ্রমিকরা।

প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে ভিজে পাওনা আদায়ের জন্য স্লোগান দেন তারা। শ্রমিকরা জানান, তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে দেন মালিক পক্ষ।

রোজার আগ থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কোন সমাধান মেলেনি।

পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন পোশাক শ্রমিকরা। এদিকে, বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শ্রমিক প্রতিনিধি দলের বৈঠকে আবারও পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সেজু