গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারা হয়। এসময় মেলায় শিশুরা খেলছিল, ছিল আরও অনেক দর্শনার্থী। আশপাশে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।