‘সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন | ছবি: সংগৃহীত
0

সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট সবাই নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

আজ (শনিবার, ২৪ মে) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বিষয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে তিনি বলেন, ‘সড়কে দুর্ঘটনা রোধে এই সরকার একটি ভালো দৃষ্টান্ত রেখে যেতে চায়। আর এই ব্যাপারে গণমাধ্যম সর্বাত্মক সাহায্য করতে পারে।’ 

পরিবহন খাতকে একটি তদারকি আওতায় আনা হচ্ছে উল্লেখ করে তিনি সবশেষে বলেন, ‘সবাই একযোগে সহযোগীতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করলে সড়কে প্রাণহানির ঘটনা কমবে।’

এসএইচ