প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের জাপান সফর খুব সফল ছিল যে কারণে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। তিনি বলেন, 'সম্পর্ক দৃঢ় হৃদয় হয়েছে জাপান সরকারের সাথে। মাতারবাড়ি প্রকল্পে উন্মুক্ত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেও এগিয়ে আসবে সে দেশের ইন্ড্রাস্টি লিডাররা বা সরকার।' প্রধান উপদেষ্টার এ প্রেস সচিব বলেন, 'সেদেশে সরকারের নিকট থেকে ৪১৮ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে।'
আজ (রোববার, ১ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ও জাপান সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের দেশে বিনিয়োগের আশ্বাস মিলেছে।'
তিনি জানান, ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লক্ষ লোক নিতে চায় জাপান। এছাড়াও সেখানে রেকর্ড সংখ্যক ৩ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে বলেও জানান তিনি।