পর্দা নামলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ | ছবি: সংগৃহীত
0

পর্দা নামলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর। জাতীয় পর্যায়ের এই আয়োজনের এটি ছিল ৪৬তম আয়োজন।

গত বছরের ডিসেম্বরে প্রাথমিকভাবে ৪৯৫টি উপজেলা পর্যায়ে এরপর ক্রমান্বয়ে জেলা ও বিভাগীয় পর্যায় শেষে, সেই আয়োজনের শীর্ষস্থান অর্জনকারীদের প্রজেক্ট নিয়ে হয়ে গেল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫।

জুনিয়র, সিনিয়র ও বিশেষ এই তিন ক্যাটাগরিতে মোট ১৭৩ টি প্রজেক্ট ছিল এবারের বিজ্ঞান মেলায়। বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে এআই এমনকি স্যাটেলাইট ও মিলিটারি ড্রোন নিয়ে হাজির হয়েছিলেন এবারের মেলার অংশগ্রহণকারীরা।

বিজ্ঞান মেলার পাশাপাশি দুইদিন ছিল দিনভর কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড। অলিম্পিয়াডে সিনিয়র ও জুনিয়র ২ ভাগে ২৫৬ জন অংশ নেন এবং কুইজে দেশের ৮ টি বিভাগ থেকে প্রতি দলে ৩ জন করে মোট ২৪টি দল অংশ নেয়।

দেশের নানা প্রান্ত থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরাও জানান এমন আয়োজন নিয়ে তাদের ভাবনা।

শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের পাশাপাশি ছিলেন তাদের শিক্ষকগণ।

দ্বিতীয় দিনের সর্বশেষ আয়োজন ছিল সাইন্স ড্রামা ও সাইন্স শো।

তৃতীয় দিন অর্থাৎ মেলার শেষ দিনে ছিল পুরস্কার বিতরণী। বিজ্ঞানমেলা ছাড়াও কুইজ ও অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

সেজু