আজ (শুক্রবার, ২৭ জুন) এসব দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু করে সংগঠনগুলো।
গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের পর ১০ মাস পেরিয়ে গেলেও, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি বলে অভিযোগ সাম্যবাদী আন্দোলনের। তাদের দাবি, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি।
রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডর দিয়ে অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি তুলে ধরে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়।
এছাড়া কাতারের বিনিয়োগে সমরাস্ত্র কারখানা এবং মার্কিন কোম্পানি স্টারলিংকের সঙ্গে চুক্তিকেও সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের অংশ হিসেবে বর্ণনা করে সংগঠনগুলো।