অর্থ উপদেষ্টা বলেন, ‘এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর দেখবে।’ এদিন বিকেল সাড়ে ৫টা থেকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্টসহ ৯ সদস্যের প্রতিনিধিদল।
তবে বৈঠক শেষে তারা গণমাধ্যমে কিছুই বলেননি। রাতেই এনবিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার কথা জানান তারা।
তবে অর্থ উপদেষ্টা জানান, নতুন গঠিত উপদেষ্টা কমিটি সংকট নিরসনে কাজ করবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন। এ ছাড়া সদস্য হিসেবে আছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে একধরনের অচলাবস্থা চলছে।