দিবাগত রাত সাড়ে ১২টায় মিছিলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে। এসময় মিছিল থেকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এনসিপির নেতারা জানান, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একইসাথে বর্তমান প্রশাসনে থাকা ষড়যন্ত্রকারীদেরও গ্রেপ্তারের দাবি জানায় দলটি।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি।