‘দমনপীড়নের মধ্যে যারা সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর আসতো নির্যাতনের খড়গ’

গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা থিমের দুই পোস্টার
গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা থিমের দুই পোস্টার | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
1

দমনপীড়নের মধ্যে যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসতো নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে ওঠে— প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে এ কথা বলা হয়েছে। আজ (রোববার, ৬ জুলাই) দুপুরে ‘গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা থিম’-এর দুটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে এ কথা উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে শেয়ার দেয়া দুটি পোস্টারে একটিতে তেলের বোতলের ছবি দিয়ে নিচে উল্লেখ করা হয়েছে ‘হাসিনার মিডিয়া। আরেকটি পোস্টে জায়গা পেয়েছেন শহীদ সাংবাদিক এটিএম তুরাব। যিনি জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ১৯ জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন।

পোস্টে লেখা হয়েছে, ‘প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি’— এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। এ দমনপীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসত নির্যাতনের খড়গ। তার মধ‍্যে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়া ছিল অন্যতম। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল।’

প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট |ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

ফেসবুক পোস্টে বলা হয়— শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৯ থেকে ১০ নম্বর পোস্টার এঁকেছেন গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতাকে থিম করে। জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন।

এসব পোস্টারে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা জুলাইয়ে ঘটেছিল, সেগুলো বিষয় ফুটে উঠবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

এসএইচ