যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, এ বছর যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন। আর মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন।
আরও পড়ুন:
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, ‘এবারের এসএসসিতে পাসের হারে জুলাই বিপ্লব আন্দোলনের প্রভাব পড়েছে।’
আরও পড়ুন:
পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিতে। শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ ফেল করেছে দুইটি প্রতিষ্ঠান।