‘মৌলিক কিছু বিষয়ে একমত হয়েই জুলাই সনদ প্রকাশ করা হবে’

আলী রীয়াজ
আলী রীয়াজ | ছবি: সংগৃহীত
1

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন। তিনি বলেন, তাই মৌলিক কিছু বিষয়ে একমত হয়েই জুলাই সনদ প্রকাশ করা হবে।

আজ (রোববার, ১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ১২তম দিনের মত বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সবাই আন্তরিক হলে এ মাসেই জুলাই সনদ ঘোষণা করা যাবে। সবার প্রত্যাশা দ্রুতই যেন সনদ ঘোষণা হয়।’

আলী রীয়াজ বলেন, ‘প্রধান বিচারপতি ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হবে। এ সপ্তাহের আলোচনা দ্রুততার সাথে অগ্রসর হবো।’

সেজু