তিনি বলেন, ‘নতুন নীতিমাল জারি হয়েছে। আর আগেরটা বাতিল হয়েছে। তাই আগের নীতিমালার অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।’
২০২৩ সালের ডিসেম্বরে দুই দফায় ৯৬ সংস্থাকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সে সময় নিবন্ধন পাওয়া সংস্থাগুলোর অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।
বৃহস্পতিবার জারি করা দেশিয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫-এ ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়। ফলে ওই সময়ের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল হয়েছে।
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ কমিশন ১৫টির বেশি শর্তারোপ করে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ এর অনুমোদন দেয়।
এর আগে, বেশকিছু কমিশন বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সিইসি বিগত তিন নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকদের বাদ দেয়ার কথা জানিয়েছিল। শীগ্রই সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুনভাবে পর্যবেক্ষক নেয়ার কথা জানায় কমিশন।