মাইলস্টোন ট্র্যাজেডি: বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সুরভিতে দোয়ার আয়োজন

সুরভিতে শিশুদের নিয়ে দোয়ার আয়োজন
সুরভিতে শিশুদের নিয়ে দোয়ার আয়োজন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছে বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভির সুবিধাবঞ্চিত সব দুস্থ, অসহায় শিশু-কিশোররা।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে সুরভির ক্যাম্পাসে— বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতার জন্য দুঃস্থ, অসহায় শিশু-কিশোরদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়। 

এ দোয়া অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ছোট্ট কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মাইলস্টোনে যেসব শিশু-কিশোররা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সব শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।

এ সময় সুরভির পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশেষ দোয়ার অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানুর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লাখ শিশু-কিশোরদের।

এসএইচ