মুগদায় দুই বাসের চাপায় রেলওয়ে কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সরবরাহ শাখায় এস এস ফিডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দুপুর পৌনে বারোটা নাগাদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার পরিবার জানায়, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দুইটি বাসের মাঝে চাপা পড়েন তিনি।

তার পরিবার জানায়, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দুইটি বাসের মাঝে চাপা পড়েন তিনি।

তার ছেলে তাসিন আহমেদ বলেন, ‘বাবা প্রতিদিনের মতো কমলাপুর অফিসে যাচ্ছিলেন। মুগদা মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় দুইটি বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আর বাঁচাতে পারিনি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ইএ