ডিএনএ টেস্টে পরিচয় শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে রয়েছে ফারুক হোসেন ও সালমা আক্তারের মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি (৯), আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তারের মেয়ে মারিয়াম উম্মে আফিয়া (৯) এবং শাহাবুল শেখ ও মিসেস মিমের মেয়ে রাইসা মনি (৯)।
এছাড়া আরও দু’জনের মরদেহ শনাক্ত করা হয় ডিএনএ টেস্টের মাধ্যমে। যাদের দু’জনেরই বয়স ২৮। তারা হলেন আব্বাস উদ্দিন ও মিনু আক্তারের মেয়ে আফসানা আক্তার প্রিয়া এবং মো. বাবুল হোসেন ও মাজেদার মেয়ে লামিয়া আক্তার সোনিয়া।
এর আগে গতকাল (বুধবার, ২৩ জুলাই) পরিচয় শনাক্তে পাঁচ পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল সিআইডি।
প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃৃপক্ষের তথ্যানুযায়ী, বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেছেন। ৪০ শিক্ষার্থী, ৭ শিক্ষকসহ দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৫১ জন। এ ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছে।