‘যে দল কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে একজনও নিরাপদ নয়’

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
1

নির্বাচনের আগে জুলাই আন্দোলনে যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে সেই সব শীর্ষ খুনিদের মধ্যে অন্তত দুই থেকে চারজনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ‘যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না, সেই দলের হাতে একজন মানুষও নিরাপদ নয়।’

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সন্ধ্যায় জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত ইসলামীর আমির বলেন, ‘চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়। দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, দখলদারী আমাদের সংস্কৃতি নয়। মানুষের ইজ্জতের ওপর হাত দেয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যে দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ নয়।’

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘মৌলিক সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন হলে এ জাতি অভিশপ্ত হবে।’

যারা চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে জিনিসপত্রে দাম বাড়ায় তারা ভিক্ষুকের চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।

তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য দায়িত্ব যদি জামায়াতে ইসলামীর কাছে আসে তবে আন্দোলনে শহীদ এবং আহতদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।’

এছাড়াও জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রোফাইল তৈরির কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।

একইসঙ্গে আহত এবং পঙ্গু মানুষের জন্য জামায়াতে ইসলামী আগামীতে কাজ করবে বলে আশ্বস্ত করেন ডা. শফিকুর রহমান।

এসএস