মাইলস্টোন দুর্ঘটনায় নিহত লামিয়ার সমাধিস্থলে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিতে এ সম্মান প্রদর্শন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষে আগত ইউনিটের নেতৃত্ব দেন উইং কমান্ডার আব্দুস বাসেদ। শ্রদ্ধাজ্ঞাপনের সময় নিহত লামিয়া আক্তার সোনিয়ার বাবাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার নবমতম দিনে কোন প্রাণহানি হয়নি। সুস্থ হয়েছেন ৫ পাঁচজন। আশঙ্কামুক্ত হয়ে কেবিনে রয়েছেন ১৯ জন। তবে আইসিইউতে রয়েছেন এখনো তিনজন।

আরও পড়ুন:

৩০ শতাংশ পোড়া রোগী রয়েছেন পাঁচজন। আর সিবিআর কন্ডিশনে রয়েছেন ৮ জন।

সেজু