‘জুলাই শুধু স্বৈরাচারের পতনের মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
0

জুলাই শুধু স্বৈরাচার থেকে মুক্তির মাস নয়, এটি আমাদের পুনর্জন্মের মাস— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এখনও আমাদের সামনে সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝে মধ্যে ভয় হয়, আমরা যেন এ শিক্ষা ভুলে না যাই।’

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। শুধু প্রলেপ দেয়া পরিবর্তন নয়, বরং গভীর থেকে পরিবর্তন জরুরি। তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। তাই কাগজে-কলমে সংস্কার নয়, গভীরতম সংস্কার করা প্রয়োজন।’

জুলাই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘জুলাই শুধু স্বৈরাচারের পতনের মাস নয়, এটি আমাদের পুনর্জন্মের মাস।’

তিনি বলেন, ‘জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেনো, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনও নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়।’

এসময় আওয়ামী লীগের শাসনামলের ভয়াবহতা তুলে ধরতে তিনি বলেন, ‘আয়নাঘরের প্রতিটি ঘর সবাইকে দেখানো গেলে জাতি বুঝতে পারতো ১৬ বছর দেশে কী ঘটেছে।’

ড. ইউনূস লিখিত বক্তব্যে জানান, সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনের আওতায় আনতে কাজ চলছে। বিচার মানে শুধু শাস্তি নয় উল্লেখ করে তিনি জানান, বিচার মানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না—সেটার নিশ্চয়তা দেয়া।

এসএইচ