গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি: এখন টিভি
0

গাজীপুরে সাংবাদিককে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টায় ভিসি চত্বরে জড়ো হয়ে এ মানববন্ধন করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিক হত্যার এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন:

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

এসএইচ