রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পরে ট্রেনটি। যার ফলে ট্রেনের ইঞ্জিন ও খাবারের বগি লাইনচ্যুত হয়।
এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি শহরের প্রধান রেলক্রসিং বন্ধ থাকায় জয়দেবপুর-শিববাড়ি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে বাকি বগিগুলো সরিয়ে নেয়া হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।