পলাতক ৪০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ৪০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। আজ (রোববার, ১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের ৭ আগস্ট স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো।

সেই সঙ্গে, অতীতে গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশও দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। এ ৪০ পুলিশ কর্মকর্তাকে ২০১০, ১১, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ সালে পুলিশ পদক দেয়া হয়।

সেজু