বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবে না: ইসি সানাউল্লাহ

কথা বলছেন আবুল ফজল মো. সানাউল্লাহ
কথা বলছেন আবুল ফজল মো. সানাউল্লাহ | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (সোমবার, ১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আরপিওর সংশোধনীতে এ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানান তিনি।

মো. সানাউল্লাহ বলেন, ‘যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, তাকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হবে না। কোনো আসনে যদি একজন প্রার্থী হয় তাহলে তাকেও নির্বাচনে যেতে হবে। তার বিপক্ষ “না” প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে যদি পুনরায় না বিজিত হয় তাহলে আর ভোট হবে না। তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে।’

আরও পড়ুন:

এছাড়া নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘আগে ব্যক্তি পর্যায়ে ১০ লাখ, প্রতিষ্ঠান পর্যায়ে ৫০ লাখ অনুদান নিতে পারতো। এখন সেটাকে ব্যক্তি পর্যায়ে ৫০ লাখ করা হয়েছে। তবে শর্ত দেয়া হয়েছে, ব্যাংক একাউন্টের মাধ্যমে এ লেনদেন হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে।’

এসএস