আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তারা।
সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকাকে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা বলে মন্তব্য করেন নিহতের সদস্যরা।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকরা ছাড়াও মানববন্ধনে অংশ নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশকিছু শিক্ষার্থী।
আরও পড়ুন:
বিমান দুর্ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও মানসিক ট্রমা থেকে বের হতে পারছেন না বলে দাবি করেন তারা।
এর আগে গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী এই দুর্ঘটনায় ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং ১ জন আয়া মারা গেছেন। মোট প্রাণহানির সংখ্যা ৩৩ জন।