‘শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে’

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন | ছবি: এখন টিভি
0

শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া দীর্ঘদিনের ঝুলে থাকা পুরোনো মামলাগুলো পুনরুজ্জীবিত হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) সকালে দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় সমন্বিত কার্যালয়ের ভিত্তি স্থাপন শেষে তিনি এ কথা জানান।

এসময় উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন, কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই জানিয়ে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট করে কমিশনকে জানানোর অনুরোধ করেন দুদক চেয়ারম্যান।

বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার বলেও মন্তব্য করেন তিনি। এসময় সমাজের সর্বাঙ্গনে দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চান দুদক চেয়ারম্যান।

এসএস