‘জুলাই হত্যাকাণ্ড মামলায় পুলিশ সদস্যের জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই’

আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: সংগৃহীত
1

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডে শহিদ পরিবারের দায়ের করা একটি মামলায় পুলিশের একজন সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা। তবে, জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে নিজের ফেসবুকে দেয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।

আরও পড়ুন:

তবে হাইকোর্টের সিদ্ধান্ত প্রশ্নাতীত নয় জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এরইমধ্যে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করেছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদি জামিন বাতিল হয়, তাহলে পুলিশ আসামিকে পুনরায় গ্রেপ্তার করবে।’

এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী রোববার (২৪ আগস্ট) সচিবালয়ের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা। আজ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জুলাই যোদ্ধা ও নিহতের পরিবারের সদস্যরা।

এএইচ