ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি: সংগৃহীত
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর ওপর দাবি আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। একইসঙ্গে খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে ২০ অক্টোবর।

আজ (বুধবার, ২০ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মাহবুব আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিষয় নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুমোদন পায়। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ২৫ দিন পূর্বে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে।

এর আগে ইসির ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রগুলো নজরদারিতে রাখতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে।

এসএস