এছাড়া অক্টোবরের মধ্যেই জুলাই সনদ তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
এসময় বাংলাদেশ সফর অব্যাহত রাখতে মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান ড.ইউনূস। তিনি বলেন, ‘আগামী কয়েক মাস অত্যন্ত সংকটপূর্ণ।’
আরও পড়ুন:
আসন্ন নির্বাচন প্রসঙ্গে জোর দিয়ে ড. ইউনূস জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় তার সরকার। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবারের লক্ষ্য।
এসময় অর্থ পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে মানবাধিকার সংস্থাগুলোকেও আহ্বান জানান ড. ইউনূস।





