খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত: বিএনপি

খালেদা জিয়া
খালেদা জিয়া | ছবি: এখন টিভি
0

এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

লন্ডন থেকে দেশে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন তার চিকিৎসার সার্বিক তদারকিতে।

এর আগে, গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স বিমান আগামী ৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে এবং রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করবে।

আরও পড়ুন:

তবে বিএনপি চেয়ারপারসন বিদেশযাত্রা করতে পারবেন কি না, তা নির্ভর করছে তার দলীয় সিদ্ধান্ত কিংবা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা।

এসএইচ