লন্ডন থেকে দেশে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন তার চিকিৎসার সার্বিক তদারকিতে।
এর আগে, গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এখন টেলিভিশনকে নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স বিমান আগামী ৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে এবং রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করবে।
আরও পড়ুন:
তবে বিএনপি চেয়ারপারসন বিদেশযাত্রা করতে পারবেন কি না, তা নির্ভর করছে তার দলীয় সিদ্ধান্ত কিংবা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা।





