এভারকেয়ার থেকে সংসদ ভবন: যে পথে নেয়া হবে খালেদা জিয়ার মরদেহ

খালেদা জিয়া
খালেদা জিয়া | ছবি: এখন টিভি
1

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা (Namaz-e-Janaza) আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (South Plaza of National Parliament) এই জানাজা সম্পন্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনে আনার সুনির্দিষ্ট রুট ও নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)।

একনজরে খালেদা জিয়ার জানাজা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রধান রুট: এভারকেয়ার ➔ ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ➔ কুড়িল ➔ ফিরোজা (বাসভবন) ➔ গুলশান-২ ➔ মহাখালী ➔ বিজয় সরণি ➔ সংসদ ভবন (৬ নং গেট)।
  • জানাজার স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।
  • সময়: আগামীকাল বুধবার বাদ জোহর।

আরও পড়ুন:

মরদেহ বহনকারী কনভয়ের রুট ম্যাপ (Route Map of the Funeral Convoy)

আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, মরদেহ বহনকারী কনভয়টি নিচের পথ অনুসরণ করবে:

যাত্রা শুরু: এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital) থেকে যাত্রা শুরু হবে।

প্রধান সড়ক: কনভয়টি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (36th July Expressway) হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।

গুরুত্বপূর্ণ পয়েন্ট: এরপর নৌ সদর দপ্তর হয়ে মরহুমার বাসভবন ‘ফিরোজা’ (Firoza Residence), গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে।

গন্তব্য: উড়োজাহাজ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের রুট ম্যাপ

ক্রমনির্দিষ্ট এলাকা/পয়েন্টযাতায়াতের বিবরণ
এভারকেয়ার হাসপাতালএখান থেকে মরদেহ বহনকারী কনভয় যাত্রা শুরু করবে।
৩৬ জুলাই এক্সপ্রেসওয়েহাসপাতাল থেকে বের হয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করবে।
কুড়িল ফ্লাইওভারএক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে।
নৌ সদর দপ্তরকুড়িল থেকে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে এগোবে।
বাসভবন 'ফিরোজা'গুলশানের নিজ বাসভবন 'ফিরোজা' অতিক্রম করবে।
গুলশান-২ ও কামাল আতাতুর্কগুলশান-২ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউতে প্রবেশ করবে।
এয়ারপোর্ট রোডকামাল আতাতুর্ক থেকে এয়ারপোর্ট রোডে উঠবে।
মহাখালী ফ্লাইওভারএয়ারপোর্ট রোড থেকে মহাখালী ফ্লাইওভার অতিক্রম করবে।
জাহাঙ্গীর গেট ও বিজয় সরণিজাহাঙ্গীর গেট পার হয়ে বিজয় সরণি পৌঁছাবে।
১০উড়োজাহাজ ক্রসিংবিজয় সরণি থেকে উড়োজাহাজ (এয়ারফোর্স মিউজিয়াম) ক্রসিং।
১১সংসদ ভবন ৬ নম্বর গেটউড়োজাহাজ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে ৬ নম্বর গেট।
১২দক্ষিণ প্লাজা (গন্তব্য)নির্ধারিত স্থান যেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মৃত্যতে শোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো |ছবি: এখন টিভি

খালেদা জিয়ার জানাজার সময়সূচি (Janaza Schedule)

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে এটি দেশের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

জান যায়, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার জানাজা হবে। এরপর আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আরও পড়ুন:

ট্রাফিক নির্দেশনা ও জনসাধারণের জন্য বার্তা (Traffic Guidelines and Public Advisory)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত (Traffic Restrictions) থাকবে। এই বিশেষ পরিস্থিতিতে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে (Law Enforcement Agencies) সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় সংসদ ভবনের জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে ডিএমপির নির্দেশনাবলি

১. প্রবেশ গেট ও সময়সীমা:

  • সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে শুধুমাত্র মরদেহ বহনকারী কনভয় ও ভিআইপিরা প্রবেশ করবেন।
  • সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করতে হবে (যা ডিএমপি কর্তৃক স্পট মার্কিং করা থাকবে)।
  • ভিড় এড়াতে জানাজার অন্তত ১ ঘণ্টা আগে নির্দিষ্ট স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২. তল্লাশি ও নিরাপত্তা (Security Check):

  • জানাজায় প্রবেশের আগে প্রতিটি পয়েন্টে পুলিশি তল্লাশির (Security Screening) মুখোমুখি হতে হবে।
  • হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের ভেতর দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া |ছবি : সংগৃহীত

৩. যা যা সাথে আনা নিষিদ্ধ (Prohibited Items):

নিরাপত্তার স্বার্থে জানাজাস্থলে নিচের জিনিসগুলো বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ:

  • বড় কোনো ব্যাগ, ঝোলা বা পোটলা।
  • দিয়াশলাই, লাইটার বা যেকোনো ধরণের দাহ্য পদার্থ।
  • কাঁচি, ছুরি বা কোনো ধারালো বস্তু।
  • কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন ও ক্যামেরা বাদে, তবে সাইলেন্ট রাখার অনুরোধ)।

৪. ট্রাফিক ও পার্কিং নির্দেশনা (Parking Rules):

সংসদ ভবনের আশেপাশের মূল সড়কগুলোতে কোনো সাধারণ যানবাহন পার্ক করা যাবে না।

  • ডিএমপি নির্ধারিত পার্কিং জোন (যেমন: চন্দ্রিমা উদ্যান সংলগ্ন এলাকা বা মানিক মিয়া এভিনিউয়ের নির্দিষ্ট অংশ) ব্যবহার করতে হবে।

৫. শৃঙ্খলা বজায় রাখা:

  • জানাজাস্থলে কোনো ধরণের মিছিল বা উস্কানিমূলক স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • মরদেহ বহনকারী কনভয় আসার সময় রাস্তা পরিষ্কার রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।

৬. ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ:

  • নিরাপত্তার খাতিরে জানাজাস্থল এবং এর আশপাশের এলাকায় কোনো ধরণের ড্রোন (Drone) বা রিমোট কন্ট্রোল ক্যামেরা ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এসআর