বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানাজার পর বেলা সাড়ে ৩টার দিকে শহিদ রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।
খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিশেষ প্রস্তুতি

খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
Print Article
Copy To Clipboard
1
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর। আনুমানিক দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
এসএইচ
এই সম্পর্কিত অন্যান্য খবর

খালেদা জিয়ার জানাজা; ডিএমপির ট্রাফিক ও বিশেষ নিরাপত্তা নির্দেশনা

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

ঢাকায় আসছেন পাকিস্তান-ভারতসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে মো. তাহেরের সই