বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন রয়েছে শনিবার, তা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।
আজ (বুধবার, ১৪ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ও বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে।
সম্প্রতি ভোটের আগ পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয় ইসি। এর পরদিন বায়রা ভোট আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে এবং তাতে সম্মতি দেয়া হলো।
বায়রা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলা নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। এদিন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এ ভোট হবে।
আরও পড়ুন:
এদিকে, কক্সবাজারের কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরস আয়োজনে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে নির্দেশনা মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়, কুতুব শরীফ দরবার থেকে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলার কুতুব শরীফ দরবারে সম্রাট আউলিয়া, মুহিউদ্দিন আজমী, গাউছে মুখতার, হজ মালেক আল কুতুবী (রা.)-এর ২০তম বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ অনুষ্ঠানের অনুমতি দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছে।
এ অবস্থায় ১৪ ডিসেম্বরের নির্দেশনা অনুসারে কুতুব শরীফ দরবার হতে দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
রিটার্নিং কর্মকর্তাদের ১৪ ডিসেম্বরের নির্দেশনায় বলা হয়েছিল- প্রচারের সময়সীমার বাইরে, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না করে তথা নির্বাচনি পরিবেশ এবং উল্লিখিত আচরণ বিধির শর্তাদি প্রতিপালনপূর্বক জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয়, সামাজিক ও এহেন অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে।
গত ২৯ ডিসেম্বর ইসি সচিবের কাছে লেখা দরবার শরীফের আবেদনেও বলা হয়েছে, ওরসে রাজনৈতিক ব্যক্তির সমাগম বা রাজনৈতিক আলাপ-আলোচনার কোনো সুযোগ নেই। ইসির নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ।




