স্লোগানে স্লোগানে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে থেকে উঠে আসে গণজাগরণ মঞ্চের এক সময়ের অন্যতম সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি।
শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়ে দেশ যখন মাথা তুলে দাঁড়াচ্ছে তখনই পরিকল্পিতভাবে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে শাহবাগ কায়েমে সচেষ্টরা। তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ পুলিশের ওপর পরিকল্পিত হামলা।
শিক্ষার্থীরা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের নামে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীনতা কায়েমের মাধ্যমে ফ্যাসিবাদ আরো শক্তিশালী করেছিল শেখ হাসিনা। দ্বিতীয় গণ জাগরণ মঞ্চ তৈরি করে আবারো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে রুখে দিবে ছাত্রসমাজ।
ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তারকে আওয়ামী লীগের নানা অপকর্মের সঙ্গী উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তার গ্রেপ্তার দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে গভীর রাতে যাত্রাবাড়ীতেও বিক্ষোভ করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।