ব্রিফিংয়ে উপাচার্য জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে কাজ করা শুরু হবে। একই সাথে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত স্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, সাত দিনের মধ্যে ব্যবস্থা

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার, সাত দিনের মধ্যে ব্যবস্থা |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (শুক্রবার, ১৬ মে) সন্ধ্যায় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য জানিয়ে ব্রিফ করেন। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এসব পানি পান করিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান।
এনএইচ
এই সম্পর্কিত অন্যান্য খবর

পাবনায় শিক্ষার্থী নাফিউল হত্যার ৬ মাস, মামলার পরও গ্রেপ্তার হয়নি কেউ

জুলাই স্মৃতিস্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ রেড-গ্রিন ফিউচার স্টার

যুব হকি বিশ্বকাপে ধারাবাহিক আমিরুল, হয়ে উঠছেন দলের নির্ভতার প্রতীক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন