এর আগে আজ সকাল থেকে অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেয়া ও কতৃর্পক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৮টার দিকে তারা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনভর এটি নিয়ে ছিলো উত্তেজনা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
তবে তারা অবস্থান ধরে রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা দেয়া হয়।
গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে করা হয় সাময়িক বহিষ্কার।
এদিকে গত ২৬ এপ্রিল শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া পদত্যাগ করেন।
এছাড়া পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকরা।