এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম বিতরণ শুরু হয়। এসময় চিফ রিটানিং কর্মকর্তা বলেন, ‘আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিরিয়াস।’
আরও পড়ুন:
হল সংসদের প্রার্থীরা হল অফিস থেকে এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা সিনেট ভবন থেকে ফরম সংগ্রহ করেন। হল সংসদের জন্য ফরমের মূল্য ২০০ এবং কেন্দ্রীয় সংসদের ফরম মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মনোনয়ন বিতরণ চলবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং ১৯ আগস্ট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এরপর ৯ সেপ্টেম্বর ৫টি ভেন্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন হবে।