পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলা সদরের ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন।
এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল।
এ বিরোধের জেরেই আজ দুপুরে আজহারুল ইসলাম সোহেল ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন নতুন বাজার এলাকায় দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
বেলা ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ওসি কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।