সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজতে ইসলাম

চট্টগ্রাম হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
0

কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়।

নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হেফাজত নেতাকর্মীরা। এসময় নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন নিয়ে সমালোচনা করেন তারা।

এই কমশিন বাতিলসহ ৪ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, 'কোন পশ্চিমা দেশ নয় বরং বাংলাদেশের মুসলমানরাই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছেন।'

আরো পড়ুন:

আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বানও জানান তারা।

এসএইচ