মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | সাম্প্রতিক ছবি (সংগৃহীত)
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার (৫ মে) কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে বিকেল ৪টা ১০ মিনিটে রওনা করবেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা পৌঁছাবেন তিনি। আজ (রোববার, ৪ মে) বিএনপি মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে বিএনপি জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) নয়, পরদিন মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন। এক দিন পিছিয়ে দেশে ফেরার তথ্য শনিবার (৩ মে) এখন টিভিকে নিশ্চিত করেছিলেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, শুক্রবার (২ মে) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের দেশে আসার কথা রয়েছে। ১৭ বছর পর দেশে ফিরছেন তিনি। ডা. জুবাইদা রহমান ধানমন্ডির ৫ নম্বর রোডের বাড়িতে উঠবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

সেজু