এসময় বিএনপির এই নেতা দাবি করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশে বিরাজমান রয়েছে। হাজারো ‘আয়নাঘর’ সৃষ্টি করা ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারে রয়েছে।
জয়নুল আবদিন বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ সবার আগে বিএনপি চেয়েছে। শেখ হাসিনার মতোই শেখ মুজিব ক্ষমতালোভী ছিলেন। মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।’
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু মানুষ নির্বাচন চায় না। অন্যদিকে তারা এলাকায় এলাকায় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মানুষের কথা বুঝে বলেই নির্বাচন চায়।’
নির্বাচনকে বিলম্ব করতে সরকারের মধ্যে থেকেই কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি দেশে ভোটকেন্দ্র মানুষ যেতে পারেন তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।