'জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে'

নরসিংদীতে গণসমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
নরসিংদীতে গণসমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর | ছবি: এখন টিভি
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আজ (শুক্রবার, ১৬ মে) বিকেলে নরসিংদী পৌর ইদগাহে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, 'জুলাই কারও বাপ দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সকল শ্রেণিপেশার মানুষের লড়াই সংগ্রামের ফল।'

এদেশে সকল শ্রেণিপেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি স্বৈরাচার আ. লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তুলে ধরেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও স্থানীয় নেতাকর্মীরা।

সেজু