ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার, ৩০ জুলাই) এ তথ্য জানান।
এতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি অভিযানে কুখ্যাত কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত নিশাতের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইন দুইটি মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে দস্যুতা ও ডিএমপি অ্যাক্টস তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।