‘অন্তর্বর্তী সরকারের এপ্রিলে নির্বাচনের ঘোষণায় বিএনপি হতাশ’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

অন্তর্বর্তী সরকারের এপ্রিলে নির্বাচনের ঘোষণায় বিএনপি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার (৬ জুন) রাত ১টা ৪০ মিনিটে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এপ্রিলে নির্বাচনের ঘোষণায় হতাশ হয়েছেন তারা।’ এসময় তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ঘোষণা আসছে সে বিষয়ে পার্টি সিদ্ধান্ত নিবে। বিএনপি ডিসেম্বরেই নির্বাচনের কথা বারবার বলে এসেছে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টা ২০ মিনিটে বিমানটি অবতরণ করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে এসেছেন।

চোখের স্বাস্থ্যগত জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত ১৩ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এএইচ