এদিন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সময় বেলা ১১টায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও’র সঙ্গেও বৈঠক করেন মির্জা ফখরুল। এসময় সফররত বিএনপির প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, সৌহার্দপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রতিনিধিদল।
এসময় বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান মির্জা ফখরুল।
এর আগে, গেলো ২২ জুন চীনের ক্ষমতাশীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করছেন।