‘জুলাই সনদের’ জন্য ৩ আগস্ট ঢাকায় বড় জমায়েত: নাহিদ ইসলাম

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
2

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে আগামী ৩ আগস্ট রাজধানী ঢাকায় বড় জমায়েতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন করেন দলের নেতারা।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচারের পতন ঘটাতে ক্রীড়নকের ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু। বুক চিতিয়ে জীবন দেয়ার ঘটনা আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা। আবু সাঈদের কবরের পাশ থেকেই আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানাচ্ছি। আর সেই দাবি বাস্তবায়নে ৩ আগস্ট ঢাকায় বড় জমায়েত করবে এনসিপি।’

তিনি বলেন, ‘জুলাই সনদের জন্য বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবে এনসিপি। আমাদের স্পষ্ট বার্তা, মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এসময় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আবু সাঈদের কবর থেকে আমরা বাংলাদেশের নতুন নির্মাণের শক্তি পাই। যতদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধানের ভিত্তিতে দেশ চলবে না, ততদিন আমরা রাজপথে থাকব।’

পদযাত্রার উদ্বোধনী দিনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে তারা শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর গাইবান্ধার উদ্দেশে যাত্রা শুরু করে এনসিপির ‘জুলাই পদযাত্রা’।

উল্লেখ্য, গত রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম।

এনএইচ