সংবিধান একেবারে ছুড়ে ফেলা কোনো সমাধান নয়: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

সংবিধান একেবারে ছুড়ে ফেলা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, ‘সংবিধানে সংযোজন, বিয়োজন হবে তবে একেবারে ছুড়ে ফেলা কোনো সমাধান নয়।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাকে ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে চলবে।’

সম্প্রতি বনানীর এক হোটেলে হামলায় জড়িত থাকায় যুবদল নেতা মনিরকে বহিষ্কারের বিষয় উল্লেখ করে বলেন, ‘নানা অভিযোগে ৪-৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।’

এএইচ