তিনি বলেন, ‘যারা এখন তারেক রহমান, খালেদা জিয়ার ছবি পদদলিত করছেন, বক্তৃতার মাধ্যমে ছোট করছেন এ রাজনীতি বাংলাদেশে চলবে না। এখন বাংলাদেশের রাজনীতি হবে সহনশীলতার।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষ নতুন প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর স্বপ্ন দেখছে। এটি যারা ধারণ করতে পারবেন না তাদের রাজনীতির ভবিষ্যৎ নাই।’
এসময় সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আমীর খসরু বলেন, ‘ঢাকার এসি রুমে কয়েকটি চেয়ার টেবিলে বসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব কেউ দেয়নি। আর ওসব পরিবর্তন টেকসইও হবে না।’ এ দায়িত্ব জনগণের প্রতিনিধির বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘কোনো সংস্কার কমিশনই মানুষের মনের ভাষা বুঝবে না। বুঝবে নির্বাচিত জনপ্রতিনিধি।’ তাই লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে সেই মোতাবেক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জান খসরু।
এসময় যারা নির্বাচনে অংশ নিতে চায় না, নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না তাদেরকে রাজনৈতিক দল বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।